
মালয়েশিয়ায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
- Select a language for the TTS:
- Bangla Bangladesh
- Bangla Bangladesh Male
- Bangla India Female
- Bangla India Male
- Language selected: (auto detect) - BN
Play all audios:

__ মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া থেকে || রাইজিংবিডি.কম __ প্রকাশিত: ২১:৩৫, ২৬ মার্চ ২০২১ আপডেট: ২১:৩৬, ২৬ মার্চ ২০২১ মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের স্বাধীনতার
সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করে হাইকমিশন। হাইকমিশনার মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে এবং দূতালয় প্রধান ও
প্রথম সচিব (রাজনৈতিক) রুহুল অমিনের সঞ্চালনায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মোস্তাক আহমেদ, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম,
পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর (২) মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন পাসপোর্ট ও ভিসা শাখার কাউন্সিলর মো. মশিউর রহমান তালুকদার। হাইকমিশনার
গোলাম সারওয়ার বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি আজ বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি।’ অনুষ্ঠানে আরও উপস্থিত
ছিলেন ডেপুটি হাইকমিশনার খোরশেদ এ খাস্তগীর, কাউন্সিলর (কন্স্যুলার) মো. মাসুদ হোসাইন, কাউন্সিলর (বাণিজ্যিক) মো. রাজিবুল আহসান, শ্রম শাখার প্রথম সচিব ফরিদ আহমদসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় কর্মকর্তাদের নিয়ে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির কেক কাটেন হাইকমিশনার গোলাম সারওয়ার। রাজু/রফিক