
তিন গাম্বিয়ানের চার গোলে পঞ্চম জয় শেখ জামালের
- Select a language for the TTS:
- Bangla Bangladesh
- Bangla Bangladesh Male
- Bangla India Female
- Bangla India Male
- Language selected: (auto detect) - BN
Play all audios:

তিন গাম্বিয়ানের চার গোলে পঞ্চম জয় শেখ জামালের স্থানীয় তারকা বলতে তেমন কেউ নেই শেখ জামালে। ভরা ক্যারিয়ার পেছনে ফেলে আসা ডিফেন্ডার আরিফুল ইসলাম ও মিডফিল্ডার জাহিদ হোসেন থাকলেও অনিয়মিত। তারপরও
শফিকুল ইসলাম মানিকের দলটি স্বচ্ছন্দে উড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। টানা পাঁচ ম্যাচ জিতে তিনবারের চ্যাম্পিয়নরা এখন পয়েন্ট টেবিলের দুইয়ে। শনিবার পঞ্চম ম্যাচে শেখ জামাল ৪-২ গোলে হারিয়েছে শেখ
রাসেল ক্রীড়া চক্রকে। কী এমন যাদু শফিকুল ইসলাম মানিকের? আসলে জাতীয় দলের সাবেক এই কোচের যাদুর চাবিকাঠি তার চার বিদেশি। এরমধ্যে তিনজন গাম্বিয়ান ওমর জোবে, সলোমন কিং, সুলাইমান সিলাহ ও
উজবেকিস্তানের জনভ ওতাবেক। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলের চার গোলই করেছেন তিন গাম্বিয়ান। জোড়া গোল করেছেন ওমর জোবে। চলমান লিগের একমাত্র হ্যাটট্রিকটি যার দখলে। ৭৪ মিনিটে পাওয়া
পেনাল্টিনা নিলে হয়তো দ্বিতীয় হ্যাটট্রিকটও হয়ে যেতো তার। কিন্তু নিখুঁতভাবে পেনাল্টি নেয়ায় পারদর্শী সলোমন কিং করেছেন কাজটি- যে গোলে জয়টা নিশ্চিত করে ফেলে সাবেক চ্যাম্পিয়নরা। ৬ গোলের ম্যাচ। ৬
টিই বিদেশিরা করেছেন। জামালের জোবে, সলোমন ও শিলা এবং রাসেলের করেছেন নাইজেরিয়ার অবি মনেকে এবং কিরগিজস্তানের বখতিয়ার। গোল, পাল্টা গোল। পেনাল্টি, পাল্টা পেনাল্টি। চার গোলের জয়ের পরও শেখ জামালের
অফিসিয়ালদের ক্ষোভ। তাদের দাবি দুটি গোলই প্রতিপক্ষকে উপহার দিয়েছেন রেফারি। কোচ শফিকুল ইসলাম মানিকও বললেন, ‘যে গোল দুটি হলো আমাদের বিরুদ্ধে তার একটিও গোল না। লিগ শেষে শেখ জামালকে পয়েন্ট
টেবিলের কোথায় দেখা যাবে সেটা পরের বিষয়। আপাতত দলটি আছে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। লম্বা রেসে টিকতে না পারলেও ভালো একটা অবস্থানে থেকে লিগটা শেষ করবে শেখ জামাল- এমন আভাসই মিলছে। ৫ ম্যাচে তাদের
১৫ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা বসুন্ধরা কিংসের পয়েন্ট ১৮। এখন পর্যন্ত এই দুই দলই এগিয়ে চলছে শতভাগ জয় নিয়ে। শেখ রাসেল ক্রীড়া চক্রের এটি প্রথম হার। ৬ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ
স্থানে তারা।