
‘প্লাস্টিক পণ্যের বিশ্ববাজার ধরতে দক্ষতা অর্জন করতে হবে’
- Select a language for the TTS:
- Bangla Bangladesh
- Bangla Bangladesh Male
- Bangla India Female
- Bangla India Male
- Language selected: (auto detect) - BN
Play all audios:

__ প্রকাশিত: ১৭:০৫, ২৩ জানুয়ারি ২০২১ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ফটো) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘প্লাস্টিক শিল্প বাংলাদেশের জন্য সম্ভাবনাময় খাত। বিভিন্ন দেশে এ পণ্যের বিশাল
বাজার আছে। পণ্যের মান, ডিজাইন ও দক্ষতা দিয়ে বাজার দখল করতে হবে। বিশ্বজুড়ে প্লাস্টিক পণ্যের চাহিদা বাড়ছে। আমাদের সুযোগ আছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে।’ শনিবার (২৩ জানুয়ারি) ঢাকার দক্ষিণ
কেরানীগঞ্জে পানগাঁও কনটেইনার পোর্ট রোডে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
(বিআইপিইটি) আয়োজিত বিআইপিইটি’র নতুন ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের
প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারার্স
অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক প্রেসিডেন্ট শামীম আহমেদ ও এস এম কামাল উদ্দিন এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান চৌধুরী। বাণিজ্যমন্ত্রী
বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্লাস্টিক শিল্পের উন্নয়নে সহায়তা দিচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে। বিশ্বের প্লাস্টিক পণ্যের চাহিদা মেটাতে আমাদের তৈরি হতে
হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। এ ইনস্টটিউট দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’ তিনি বলেন, ‘একসময় বাংলাদেশ তৈরী পোশাক শিল্পের চাহিদা
মেটাতে বিদেশ থেকে প্লাস্টিক পণ্য আমদানি করত। আজ বাংলাদেশ এসব প্লাস্টিক পণ্য রপ্তানি করছে। প্লাস্টিক পণ্যকে তৈরী পোশাকের মতো গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যে পরিণত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল
ভূমিকা রাখতে হবে।’ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সামনে আমাদের জন্য আলোকিত পথ অপেক্ষা করছে। এগিয়ে যেতে হবে সামনের দিকে। এজন্য যোগ্যতা ও
দক্ষতা অর্জন করতে হবে। সরকার ইতোমধ্যে ভুটানের সঙ্গে পিটিএ স্বাক্ষর করেছে। নেপালের সঙ্গে খুব তাড়াতাড়ি চুক্তি হবে। আরও অনেক দেশের সঙ্গে আলোচনা চলছে। সাময়িকভাবে এটা আমাদের জন্য লাভজনক মনে না
হলেও দীর্ঘ মেয়াদে আমাদের জন্য লাভজনক হবে। এজন্য আমাদের কাজ করতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে এগিয়ে যেতে পণ্যের মান ও দক্ষতার বিকল্প নেই।’ ঢাকা/হাসনাত/রফিক