সু চির বিরুদ্ধে মামলার পর মামলা

সু চির বিরুদ্ধে মামলার পর মামলা


Play all audios:


__ প্রকাশিত: ২১:৫৫, ১৩ এপ্রিল ২০২১   মিয়ানমারের গৃহবন্দি নেতা অং সান সু চির বিরুদ্ধে মামলার পর মামলা করে যাচ্ছে সামরিক জান্তা প্রশাসন। শান্তিতে নোবেল জয়ী এই নেতার বিরুদ্ধে এ পর্যন্ত ছয়টি


মামলা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম মিজিমা জানিয়েছে। সোমবার সু চির বিরুদ্ধে ষষ্ঠ মামলাটি দায়ের হয়। প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনা আইনের ২৫ ধারায় মামলাটি করা হয়েছে বলে তার আইনজীবী সোমবার


জানিয়েছেন। আইনজীবী মিন মিন সোয়ে রাজধানী নেপিদুতে মামলার শুনানির পর বলেছেন, সু চির ‘বিরুদ্ধে সব মিলিয়ে ছয়টি মামলা হয়েছে-পাঁচটি নেপিদুতে এবং একটি ইয়াঙ্গুনে।’ মিজিমা জানিয়েছে, সু চি যাতে আর


কখনোই নির্বাচনে প্রার্থী হতে না পারেন সেজন্যই তার বিরুদ্ধে একের পর এক ফৌজাদারি মামলা দায়ের করা হচ্ছে। আইনজীবী মিন মিন সোয়ে জানিয়েছেন, নেপিদুতে গৃহবন্দি থাকা সু চির শারীরিক অবস্থা ভালো আছে।


তবে দেশে গত দুই মাস ধরে যে সহিংসতা চলছে সে সম্পর্কে তিনি আদতে কিছু জানেন কিনা তা স্পষ্ট নয়।   ঢাকা/শাহেদ