
‘টিকা নয়, লকডাউনে কমেছে মৃত্যুর হার’
- Select a language for the TTS:
- Bangla Bangladesh
- Bangla Bangladesh Male
- Bangla India Female
- Bangla India Male
- Language selected: (auto detect) - BN
Play all audios:

__ প্রকাশিত: ২২:২৫, ১৩ এপ্রিল ২০২১ আপডেট: ২২:২৫, ১৩ এপ্রিল ২০২১ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দিয়ে বলেছেন, টিকা দান কর্মসূচি নয়, বরং লকডাউনের কারণে দেশে করোনায় মৃত্যুর হার
কমেছে। বিধিনিষেধ শিথিল হলে আবারও মৃত্যুর হার বাড়তে পারে। মঙ্গলবার তিনি এই সতর্কবার্তা দিয়েছেন। গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্য টিকা দান কর্মসূচি শুরু করে। মোট জনগোষ্ঠীকে টিকা দেওয়ার হারের
ক্ষেত্রে ইসরায়েলের পরই যুক্তরাজ্যের অবস্থান। তবে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় দেশটিতে জানুয়ারি মাসে লকডাউন ঘোষণা করা হয়। ফেব্রুয়ারি থেকে সংক্রমণের মাত্রা ও মৃত্যুর হার কমতে শুরু করে। জনসন
বলেছেন, ‘রোগের প্রকপের বড় মাত্রা কমিয়েছে লকডাউন।’ সংক্রমণ কমলেও অর্থনীতি পুনরায় চালুর যে রোডম্যাপ আগে ঘোষণা করা হয়েছিল সরকার সেখান থেকে সরে আসছে না বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী
বলেছেন, ‘আমরা যদি সব কিছু খুলে দেই তাহলে অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে আমরা আরও সংক্রমণ দেখতে পাব এবং দুঃখজনকভাবে আমরা হাসপাতালে আরও রোগী ও মৃত্যু দেখতে পাব।’ ঢাকা/শাহেদ